সৈকতে পড়ে ছিল তরুণের লাশ

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগানের ভেতর কবিতা চত্বর এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তরুণের নাম নেজাম উদ্দিন (২৬)। বাড়ি মহেশখালী হলেও তিনি থাকতেন শহরের হোটেল মোটেল জোনের লাইটহাউস এলাকায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবিরের ভাষ্য, সকালে ঝাউবাগানের ভেতরে কবিতা চত্বর এলাকায় তরুণের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ১০০টি ইয়াবা বড়ি, ১টি দেশীয় এলজি, ১টি তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। বেলা তিনটার দিকে স্বজনেরা মর্গে এসে লাশের পরিচয় শনাক্ত করেন।
ওসি বলেন, ইয়াবা বেচাকেনার সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় নেজামের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদক, অস্ত্রসহ পৃথক পাঁচটি মামলা রয়েছে।