সোনারগাঁয়ে নারীকে শ্বাসরোধে হত্যা, ভাড়াটে দম্পতি পলাতক

হত্যা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাড়ির মালিককে কৌশলে ওষুধ সেবন করিয়ে অচেতন করে তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোরে উপজেলার ঝাউচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই বাড়ির ভাড়াটিয়া দম্পতি পালিয়ে গেছেন।

নিহত ওই নারীর নাম হোসনে আরা (৬০)। তিনি ঝাউচর গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের আজিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন হারুন অর রশিদ ও তাঁর স্ত্রী সুলতানা বেগম। তাঁরা রংপুর জেলার বাসিন্দা। গতকাল শনিবার রাতে আজিম উদ্দিনকে কৌশলে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান হারুন অর রশিদ ও তাঁর স্ত্রী সুলতানা বেগম।

আজিম উদ্দিনের ছেলে আল আমিন বলেন, ‘বাড়ির ভাড়াটে হারুন অর রশিদ ও তাঁর স্ত্রীর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সূত্র ধরে তাঁরা আমাদের বাসায় যাতায়াত করতেন। গতকাল রাতে হারুন অর রশিদ ও তাঁর স্ত্রী মিলে আমার বাবা আজিম উদ্দিনকে ঘুমের ওষুধ সেবন করিয়ে অচেতন করেন। পরে আমার মাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার, নগদ টাকা ও জিনিসপত্র নিয়ে রাতের আঁধারে পালিয়ে যান।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আল আমিন বাদী হয়ে থানায় মামলায় করেন।