১৫ হাজার টাকায় দিতেন জাল ড্রাইভিং লাইসেন্স

প্রতীকী ছবি

রাজধানীর জুরাইনে গতকাল মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে জাল ড্রাইভিং লাইসেন্স ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরিতে জড়িত অভিযোগে মোহাম্মদ সোহেল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাতে গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-১০–এর একটি দল পশ্চিম জুরাইনের তুলা বাগিচা এলাকার একটি বাড়ির চতুর্থ তলায় অভিযান চালায়।

সেখানে নকল কাগজপত্রসহ সোহেলকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল লার্নার পেপার, টাকা জমার রশিদ ও অন্যান্য জাল সনদ এবং ৭ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১০–এর সিপিসি–৩–এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেন যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্স, লার্নার পেপারসহ অন্যান্য জাল সনদ তৈরি করে আসছিলেন। সেসব সনদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুয়া স্বাক্ষর ও সিল দিয়ে আসল হিসেবে বিক্রি করতেন। নকল ড্রাইভিং লাইসেন্সের জন্য তিনি ১৩ থেকে ১৫ হাজার টাকা পর্যন্তšহাতিয়ে নিতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।