লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার মামলায় জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পুরাতন তেওয়ারীগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদ্রাম সেতু ও তমিজ মার্কেট এলাকায় আওয়ামী-যুব-ছাত্রলীগের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী চারজন শিক্ষার্থী মারা যান। এ নিয়ে থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়। দুটি মামলায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন ওরফে টিপুকে প্রধান আসামি করা হয়। অজ্ঞাতপরিচয়ের আসামি করা হয় ৮০০ জনকে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।