চলছে ‘সেরা ১০ ইন্সপায়ারিং হিরোর’ খোঁজ: কারা, কীভাবে আবেদন করবেন
সমাজ ও দেশের নানা ক্ষেত্রে তরুণেরা রাখছেন অবদান, আনছেন ইতিবাচক পরিবর্তন, অন্যদের কাছে হয়ে উঠছেন অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস। তবে নানা কারণে তাঁদের অনেকেই থেকে যান আড়ালে, আমাদের জানা হয়ে ওঠে না তাঁদের অর্জন, উদ্যোগ ও সাফল্যের গল্প। তেমনই ১০ জন স্বপ্নজয়ী সফল তরুণের খোঁজে চলছে ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’ শীর্ষক বিশেষ আয়োজন।
৩৫ বছরের কম বয়সী যেকেউ নিজের জন্য অথবা পরিচিত অন্য কারও জন্য আবেদন করতে পারবেন। inspiring10.com ওয়েবসাইটে থাকা ফরম পূরণ করে আবেদন করতে হবে ২৫ জুলাই ২০২৫-এর মধ্যে।
ব্যক্তিগত অর্জন বা কোনো উদ্যোগের মাধ্যমে সফল হয়েছেন—এমন নয়টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে। সেগুলো হলো-
১. শিক্ষা: নতুন শিক্ষাপদ্ধতি, অনলাইন শিক্ষা, বিশেষ চাহিদাসম্পন্নদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বাল্যশিক্ষা সম্প্রসারণ, শিক্ষা-প্রযুক্তি, শিক্ষাভিত্তিক অ্যাপ ইত্যাদি।
২. স্বাস্থ্য: কমিউনিটি স্বাস্থ্যসেবা, ডিজিটাল স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, স্বাস্থ্য উদ্ভাবন, স্বাস্থ্যভিত্তিক গবেষণা, পশু-স্বাস্থ্যসেবা ইত্যাদি।
৩. কৃষি: স্মার্ট কৃষি, টেকসই কৃষি, কৃষি প্রযুক্তি, ছাদ কৃষি, কৃষিপণ্য বিপণন, কৃষকের দক্ষতা উন্নয়ন, জলবায়ু সহনশীল কৃষি, কৃষি উদ্ভাবন ইত্যাদি।
৪. প্রযুক্তি ও উদ্ভাবন: সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস ও অটোমেশন, সাইবার নিরাপত্তা, উদ্ভাবনী পণ্য, ব্লক চেইন প্রযুক্তি ইত্যাদি।
৫. পরিবেশ: জলবায়ু পরিবর্তন, বর্জ্য-ব্যবস্থাপনা, সবুজ প্রযুক্তি, পানি সংরক্ষণ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তি, দূষণরোধী কার্যক্রম, বৃক্ষরোপণ উদ্যোগ ইত্যাদি।
৬. সামাজিক উদ্যোগ: দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সেবা, নারী ক্ষমতায়ন, শিশুশ্রম নিরসন, মানবাধিকার রক্ষা, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর সেবা, সমাজ সচেতনতামূলক কার্যক্রম, ভ্রাম্যমাণ লাইব্রেরি/পাঠাগার কার্যক্রম ইত্যাদি।
৭. সংস্কৃতি ও সৃজনশীলতা: লোকজ সংস্কৃতি সংরক্ষণ, সৃজনশীল লেখালেখি, সংগীত, চিত্রকলা, ফ্যাশন ও ডিজাইন, কনটেন্ট ক্রিয়েশন, চলচ্চিত্র নির্মাণ, তাঁত, কারু ও হস্তশিল্প ইত্যাদি।
৮. উৎপাদন ও শিল্প: ক্ষুদ্র ও কুটিরশিল্প, নতুন পণ্য উদ্ভাবন, উৎপাদন প্রযুক্তির উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন, নারী-উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদি।
৯. সেবা খাত: ডিজিটাল সেবা, সামাজিক সেবা, জরুরি সেবা উদ্ভাবন, পর্যটন ও আতিথেয়তা, গ্রামীণ সেবা উন্নয়ন, স্বেচ্ছাসেবা কার্যক্রম ইত্যাদি।
উপরিউক্ত নয়টি ক্যাটাগরি ছাড়াও ওয়েবসাইটে থাকা ‘অন্যান্য’ অপশনেও আবেদনের সুযোগ রয়েছে।
আবেদনের নিয়ম—
১. আবেদনকারী হতে পারেন নিজে অথবা মনোনীত করতে পারেন পরিচিত কাউকে।
২. প্রস্তাবিত ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক এবং বয়স অনূর্ধ্ব-৩৫ হতে হবে।
৩. ওয়েবসাইটে থাকা আবেদন ফরমটি প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ সঠিকভাবে পূরণ করতে হবে।
৪. প্রদত্ত তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
৫. জমা হওয়া আবেদন থেকে বিচারকদের রায়ে নির্বাচিত হবে ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’।
৬. আয়োজনটির সার্বিক বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।
‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’ নির্বাচনের দায়িত্ব পালন করবেন দেশের অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরিবোর্ড। প্রধান বিচারক হিসেবে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারহাত আনোয়ার। অন্য বিচারকেরা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক সেঁজুতি রহমান।
জমাকৃত প্রস্তাব থেকে প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণদের মধ্যে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করবেন বিচারকমণ্ডলী। বিজয়ী প্রত্যেকে পুরস্কার হিসেবে পাবেন গোল্ড মেডেল ও দুই লাখ টাকা।
‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’ উদ্যোগটির পৃষ্ঠপোষকতায় রয়েছে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্র্যান্ড ‘স্টারশিপ সয়াবিন অয়েল’ ও ‘স্টারশিপ সুগার’। কৌশলগত অংশীদার প্রথম আলো ডটকম।