বইমেলায় এল বসন্তের আবহ

প্রতিচ্ছায়া আফসানা বেগম কথাপ্রকাশ

রাত পোহালেই বসন্ত। তার আগাম আভাস প্রকৃতিতে পরিস্ফুটিত হয়েছে আমের মুকুলে, পলাশে, কাঞ্চনে। বাদ পড়েনি অমর একুশের বইমেলাও। গতকাল দেখা গেল বাসন্তী রঙের শাড়ি, রক্তিম পাঞ্জাবিতে সাজসজ্জা করে অনেকেই বসন্তের আগাম দূত হয়ে এসেছেন মেলার মাঠে। সপ্তাহের মাঝামাঝি ব্যস্ত কর্মদিবস। মেলায় সে কারণে বেশ নিরিবিলি ছিল পরিবেশ। তবে বিক্রি মন্দ হয়নি। যাঁরা মেলায় এসেছেন, তাঁদের অনেকেই কিছু কিছু কেনাকাটা করেছেন।

লেখকদেরও অনেকেই এখন মেলায় আসছেন। গতকাল বিকেলে কথাপ্রকাশের সামনে দেখা হলো রেজানুর রহমানের সঙ্গে। এখান থেকে এসেছে তাঁর নতুন উপন্যাস আবদুল মজিদ তার বউকে ভালোবাসে। তিনি বললেন, মেলার পরিবেশ ভালো। তবে বইমেলায় যদি ভালো বইয়ের প্রকাশনা বেশি থাকে, তবেই মেলাটিকে সার্থক বলা যায়। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে প্রত্যাশিত মানের প্রকাশনায় আমরা অনেক পিছিয়ে রয়েছি। কথাপ্রকাশ থেকে এসেছে আফসানা বেগমের নতুন উপন্যাস প্রতিচ্ছায়া

বইমেলা হোক দেশজুড়ে

সন্ধ্যায় মেলার মাঠে কথা হলো কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে। এবার কণ্ঠস্বর থেকে এসেছে তাঁর নতুন কাব্যগ্রন্থ একদিন সব ঠিক হয়ে যাবে এবং শিশু একাডেমি থেকে ছড়ার বই স্বপ্নভূমি। মেলা প্রসঙ্গে তিনি বললেন, ক্রমেই স্থূল বিনোদনে অভ্যস্ত হয়ে পড়ছে লোকজন। তাদের বইমুখী করতে হলে কেবল ঢাকায় একটি বইমেলা করলে হবে না। গ্রন্থকেন্দ্র, শিশু একাডেমি, নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি—সবাইকে আরও সক্রিয় হতে হবে। সারা বছর জেলায় জেলায় বইমেলা, সেমিনার, স্কুল–কলেজে বইপড়া প্রতিযোগিতা, নিবন্ধিত–অনিবন্ধিত যেসব পাঠাগার আছে, সেগুলোকে সক্রিয় করা, তাদের মাধ্যমে পাঠচক্র পরিচালনা করার মতো অনেক কর্মসূচি নেওয়া যায়।

নতুন বই

বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই এসেছে ১১৫টি। প্রথমা প্রকাশনের স্টলে নাতির জন্য কিশোর থ্রিলার বই পছন্দ করছিলেন ডেমরার আবুল বাসার। তিনি এজি অফিসের অবসরপ্রাপ্ত চাকুরে। তিনি এখান থেকে কিছু প্রবন্ধের বই কিনবেন। আকবর আলি খান ও সৈয়দ আবুল মকসুদের বইগুলো থেকে বেছে নেবেন। তাঁর প্রিয় লেখক ফিওদর দস্তয়েভস্কিকে নিয়ে মিজানুর রহমানের ত্রৈমাসিকের একটি বিশেষ সংখ্যা হয়েছিল, সেটি খুঁজেছেন লিটলম্যাগ চত্বরে কিন্তু পাননি। নতুন প্রজন্ম কী লিখছে, তা জানাতে দুটি উপন্যাস কিনেছেন অন্যধারা প্রকাশনী থেকে। একটি মৌরি মরিয়মের সেকেন্দার সাহেবের দিনলিপি এবং অন্যটি সাদত হোসাইনের তোমার জন্য দাঁড়িয়েছিলাম

অর্ধেক তুমি অর্ধেক বনলতা সেন সুমন্ত আসলাম প্রথমা প্রকাশন

প্রথমায় নতুন বইয়ের মধ্যে আছে সুমন্ত আসলামের উপন্যাস অর্ধেক তুমি অর্ধেক বনলতা সেন। বিক্রয় প্রতিনিধিরা জানালেন, বিশ্বজিৎ চৌধুরীর কিশোর থ্রিলার লাল বাড়িটা ডেঞ্জারাস, মাহবুব তালুকদারের নির্বাচননামা: নির্বাচন কমিশনে আমার দিনগুলো, সৈয়দ আবুল মকসুদ সংগৃহীত ও সম্পাদিত ভাসানীর ঐতিহাসিক অভিভাষণ, শিল্পী সৈয়দ আব্দুল হাদীর স্মৃতিকথা জীবনের গান বইগুলোর বিক্রি ভালো ছিল।

অন্য বইয়ের মধ্যে ইত্যাদি গ্রন্থপ্রকাশ এনেছে যুক্তরাষ্ট্রের বাঙালিদের নিয়ে মিজান রহমানের গবেষণাগ্রন্থ আমেরিকায় আমাদের নতুন প্রজন্ম, সোহরাব পাশার নির্বাচিত কবিতা, জার্নিম্যান এনেছে ফেরদৌসী মজুমদারের তিন মহীয়সী, বাতিঘর এনেছে মোস্তাক শরীফের উপন্যাস মির্জা গালিব, ঐতিহ্য এনেছে শহীদ আখন্দের প্রিয় ১৫ গল্প, রয়েল পাবলিশার্স এনেছে উজ্জ্বল হোসেনের গবেষণা শওকত ওসমানের উপন্যাসে জীবনবোধ ও শিল্পদৃষ্টি, আগামী এনেছে রফিকুর রশীদের উপন্যাস দাঁড়াবার সময়, জাতীয় সাহিত্য প্রকাশ এনেছে পরিতোষ দাশের জ্যাঁ-পল সাত্রে৴র জীবন ও দর্শন, জেকেটি পাবলিকেশন এনেছে কামরুল আহসান তালুকদারের পরিবেশবিজ্ঞানবিষয়ক বই বাংলাদেশের জলাভূমি

  • ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে: ০১৭৩০০০০৬১৯