প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়ে বিতর্ক ছিল: আইন উপদেষ্টা

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার পর আইন উপদেষ্টা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ঢাকা, ১০ আগস্টছবি: প্রথম আলো

বিভিন্ন কারণে সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়ে বিতর্ক ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ওবায়দুল হাসান পদত্যাগপত্র জমা দেওয়ার আগে আজ শনিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আসিফ নজরুল এ কথা বলেন।

ফুল কোর্ট সভা ডেকে স্থগিত করা এবং প্রধান বিচারপতির পদত্যাগ করাসংক্রান্ত প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, তিনি যতটুকু জেনেছেন প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছিলেন। ছাত্র-জনতার পক্ষ থেকে (ফেসবুকে) একটি স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এটি নিয়ে কারও সঙ্গে পরামর্শ করেননি তিনি (প্রধান বিচারপতি)। মনে করা হচ্ছে, স্বৈরাচারী পরাজিত শক্তির এটি মুভ।

আইন উপদেষ্টা বলেন, প্রধান বিচারপতির কিছু ব্যাপারে প্রশ্ন ছিল। বিশেষ করে যখন এই ছাত্র আন্দোলনটি হয়, তখন তিনি (প্রধান বিচারপতি) প্রশ্ন করেছিলেন আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় কি না। এটি মানুষ ভালোভাবে নেয়নি। এ ছাড়া আরেকটি বিষয় ছিল খুব দুঃখজনক। সেটি হলো, তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছিলেন। ব্যক্তিগতভাবে তাঁর (আসিফ নজরুল) কাছে মনে হয়েছে এটি আচরণবিধির লঙ্ঘন ছিল। তিনি ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের কাছ থেকে সোনার তরবারি উপহার নিয়েছিলেন। এ ছাড়া বিদেশে গেলে আওয়ামী লীগের নেতাদের বাসায় থাকেন। এসব কারণে তাঁকে নিয়ে বিতর্ক ছিল।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, গণ-আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয়, সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে।

আরও পড়ুন

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘এত বড় গণ-আন্দোলন হলো, যার মাধ্যমে ১৬-১৭ বছর ধরে জেঁকে বসা আওয়ামী লীগ সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। এ রকম জায়গা থেকে আহ্বান আসার পর প্রধান বিচারপতির কী করা উচিত, সেটা তাঁর ওপর ছেড়ে দিলাম।’