সিলেটে লিডিং ইউনিভার্সিটিতে নতুন কম্পিউটার ল‍্যাব চালু

সিলেটের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে নতুন কম্পিউটার ল‍্যাব উদ্বোধন করা হয়েছে
ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে নতুন কম্পিউটার ল‍্যাব উদ্বোধন করা হয়েছে। এটা বিভাগের পঞ্চম কম্পিউটার ল‍্যাব।

রোববার (১৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাবেয়া খাতুন চৌধুরী ভবনে নতুন এই ল‍্যাব উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলা এবং কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য কাজী আজিজুল মাওলা বলেন, বর্তমানে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। তাই এসব বিষয়ে শিক্ষার্থীদের চাহিদা পূরণে শুধু ক্লাসরুম নয়, সময়মতো অন‍্যান‍্য অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যেই আজ এই নতুন ল‍্যাবের যাত্রা।

এ সময় বিভাগীয় প্রধান রুমেল এম এস রহমান পীর অনুষ্ঠানে আসার জন‍্য অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সিএসই বিভাগের সহকারি অধ‍্যাপক সাফকাত কিবরিয়াসহ অন‍্যান‍্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।