ঈদ উপলক্ষে বাটায় আকর্ষণীয় ছাড় ও অফার
ঈদ মানেই নতুন জুতা—যুগ যুগ ধরে ঈদের শপিংয়ের ক্ষেত্রে এই বিষয়টির প্রচলন। আর ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে প্রতি ঈদেই বাটায় থাকে নতুন চমক। ঈদ উপলক্ষে প্রতিবছর ব্র্যান্ডটি ক্রেতাদের জন্য নিয়ে আসে নানা আকর্ষণীয় ছাড় ও অফার। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ বছর বাটা নিয়ে এসেছে নতুন কালেকশন—স্টারলাইট। এই কালেকশনের প্রতিটি জুতা স্টাইল, আরাম ও ফ্যাশনের মিশেলে তৈরি, যা ঈদের আনন্দে যোগ করবে নতুন মাত্রা। এককথায় পায়ে ‘স্টারলাইট’ কালেকশনের জুতা আরামের পাশাপাশি আপনাকে করে তুলবে আরও ফ্যাশনেবল ও আত্মবিশ্বাসী।
বাটার স্টারলাইট কালেকশনে রয়েছে দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন, যা আপনার সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্য দুটিই নিশ্চিত করবে। নারীদের জন্য ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে রয়েছে আধুনিক আপারের আরামদায়ক স্যান্ডেল। পাশাপাশি পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও গরমের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতা। ঈদ উদ্যাপনকে বহুগুণে বাড়িয়ে তুলতে পুরুষদের জন্য থাকছে বিশেষ এক্সক্লুসিভ লেদার রেঞ্জ। ঈদের স্টাইলকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে, এমন সব জুতা নিয়েই স্টারলাইট কালেকশন।
এই ফুটওয়্যার ব্র্যান্ডটির বিশেষত্ব হলো, বাটার সংগ্রহে সবার সাধ্যের মধ্যে কিছু না কিছু থাকে। যেমন স্টারলাইট কালেকশনে পুরুষদের জুতা ৪৯৯ থেকে ১৬ হাজার ৯৯৯ টাকা, নারীদের জুতা ৪৯৯ থেকে ৫ হাজার ৯৯৯ টাকা এবং শিশুদের জুতার দাম থাকছে মাত্র ৪৯৯ থেকে ৩ হাজার ৯৯৯ টাকার মধ্যে। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপনের সুবিধাও দিচ্ছে বাটা।
স্টারলাইট কালেকশনের পাশাপাশি রয়েছে বাটা রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েনব্রেইনার, বাবলগামারস, হাশ-পাপিস ও সোলের মতো আইকনিক সব কালেকশন। এই ঈদে বাটার সব কটি পণ্যে পাচ্ছেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়, যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে। মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচার, লাইফ অ্যান্টি–ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসহ ট্রেন্ডি সব জুতা নিয়ে এসেছে বাটা। তাই ঈদের নামাজে যাওয়ার সময়, পরিবারের সঙ্গে ঘুরতে কিংবা বন্ধুদের সঙ্গে আনন্দের সন্ধ্যা উদ্যাপনে পায়ে বাটার স্টারলাইট কালেকশনের এই আরামদায়ক ও স্টাইলিশ জুতা নিঃসন্দেহে আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে। আর আপনার ব্যক্তিত্বে এনে দেবে অনন্য এক ছোঁয়া।
ঈদে বাটার বিশেষ ছাড় ও অফার
বাটা অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে থাকছে নানা আকর্ষণীয় অফার
• Batabd.com–এ পাবেন ফ্ল্যাট ২৫ শতাংশ ছাড়।
• বিভিন্ন মূল্যের গিফট ভাউচারে পাবেন ফ্ল্যাট ২৫ শতাংশ ছাড়।
• বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ও প্ল্যাটফর্মে পাবেন ক্যাশব্যাক ও কুপনের সুবিধা।
• এ ছাড়া বাটা ক্লাবের মেম্বার হলে পাচ্ছেন বিভিন্ন ডিসকাউন্ট অফার।
বাটার ঈদের শপিং এখন আরও সহজ। দেশজুড়ে বাটার আড়াই শর বেশি আউটলেটে থাকছে পছন্দের সব জুতা কেনার সুযোগ। এ ছাড়া অনলাইন ক্রেতাদের জন্য www.batabd.com–এ এক হাজারের বেশি নতুন ডিজাইনের জুতা সংযোজন করা হয়েছে, যেখানে থাকছে সাপ্তাহিক ফ্ল্যাশ ডিল ও ফ্রি শিপিং অফার। তাই উৎসবকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে দেশের যেকোনো প্রান্ত থেকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন বাটার স্টাইলিশ ও আরামদায়ক সব ফুটওয়্যার।