ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯৬

হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন। তবে শুক্রবার ছুটির দিন থাকায় ঢাকার ৩৫টি হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ও নতুন রোগী ভর্তির তথ্য জানা যায়নি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর ১৪৭ জন ডেঙ্গুতে মারা গেলেন। এর মধ্যে ১০৯ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুলাই মাসে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৪০৩ জন। বাকি ৪৯৩ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা।

আরও পড়ুন

চলতি বছর এখন পর্যন্ত ২৮ হাজার ৪৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে ১০ হাজার ৭৯৭ জন হাসপাতালে ভর্তি হন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন।

আরও পড়ুন