ভাষা নিয়ে ছাপচিত্রবিষয়ক ৯ দিনের কর্মশালা ‘ভাষাযোগ’ চলছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায়। ১৩ জুন শুরু হওয়া এই কর্মশালার অষ্টম দিনে আজ শুক্রবার মোট চারটি অধিবেশন সম্পন্ন হয়েছে। শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজন ও ব্যবস্থাপনায় ভাষাযোগ কর্মশালা পরিচালনা করছে শূন্য আর্ট স্পেস ও চলন্তিকা ভ্রাম্যমাণ স্টুডিও। ছাপচিত্র কর্মশালার অংশ হিসেবে ‘সুরসঙ্গত’ নামে গানের আসরেরও আয়োজন করা হয়েছে।
সুরসঙ্গত পর্বে শুক্রবার আমন্ত্রিত শিল্পী ছিলেন র্যাপার হান্নান। বিকেলে জাতীয় চিত্রশালার প্লাজাতে ভাষাযোগের কর্মশালায় শিল্পী হান্নান ও তাঁর দল শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। পরে তাঁর হিপহপ গানগুলো পরিবেশন করেন। এতে কর্মশালায় অংশগ্রহণকারী ছাড়াও আগত দর্শকেরা মেতেছিলেন হান্নানের গানের সঙ্গে। তাঁর পরিবেশনার মধ্যে ছিল ‘পিপ্ পিপ্’, ‘বান’,‘ রিস্ক’সহ বহুল জনপ্রিয় ‘আওয়াজ উঠা’ গানটি।
আগামীকাল শনিবার ভাষাযোগের শেষ দিনের সন্ধ্যা ছয়টায় সমাপ্তি অধিবেশনে ‘সুরসঙ্গত’-এ গান পরিবেশন করবেন শিল্পী অরূপ রাহী ও তাঁর দল ‘রাগানুগা’।