প্রথম সপ্তাহ পেরিয়ে বইমেলা

রবীন্দ্রনাথ হুমায়ুন আজাদ
আগামী প্রকাশনী

প্রথম সপ্তাহ পেরিয়ে গেল অমর একুশে বইমেলা। বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল। তারপর আর প্রকৃতির দুর্যোগে পড়তে হয়নি মেলার পাঠক ও প্রকাশকদের। পাঠকেরাও আসছেন যথেষ্ট।

মেট্রোরেলের কল্যাণে এবার মেলার যাত্রীদের যাতায়াতে খুবই সুবিধা হয়েছে। জনপ্রিয় কথাশিল্পী ও বিশিষ্ট মনোচিকিৎসক মোহিত কামাল বলছিলেন, ‘মেট্রোরেল স্টেশন থেকে নেমে ঝাঁকে ঝাঁকে মানুষ মেলায় আসছে। এই দৃশ্যটাই এবার মেলায় একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। সবাই অন্তত একটা করে বই কিনলেও বিক্রি যেমন বাড়বে, তেমনি নিজেদের বাড়িতে একটি পারিবারিক পাঠাগার গড়ে তুলতে পারবেন। এতে পাঠাভ্যাস গড়ে তোলা ও শিশু–কিশোরদের মনোজগতের বিকাশে বইয়ের সঙ্গে বেড়ে ওঠার একটা বড় ইতিবাচক ভূমিকা থাকবে।’

একটি–দুটি করে বই কিনতে কিনতে বাড়িতে বেশ ভালো একটি পাঠাগার গড়ে তুলেছেন মোহাম্মদপুরের মো. নাহিদ আখতার। একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানে মার্কেটিং বিশ্লেষক হিসেবে কাজ করেন। স্ত্রী ইফরাত সুলতানাও বেসরকারি ব্যাংকের চাকুরে। মেলার মাঠে দেখা গেল ব্যাগভরা বই নিয়ে স্টলে স্টলে ঘুরছেন। প্রথমার স্টল থেকে তিনি কিনলেন গতকালই মেলায় আসা মতিউর রহমান সম্পাদিত ও নাসির উদ্দিন আহাম্মেদ অনূদিত ১৯৭১: শিলিগুড়ি সম্মেলন: মুক্তিযুদ্ধের এক অজানা কাহিনি এবং আগে প্রকাশিত সৈয়দ আবুল মকসুদের ঢাকার বুদ্ধদেব বসু। বদরুদ্দীন উমরের দুটি বই কিনেছেন—কথাপ্রকাশ থেকে বাংলাদেশে ইতিহাস চর্চা ও মাওলা ব্রাদার্স থেকে সাম্প্রদায়িকতা। নাহিদ আখতার বললেন, আবুল মকসুদ ও আকবর আলি খানের দারুণ ভক্ত তিনি। প্রথম আলোতে তাঁদের লেখা পড়তে পড়তেই তাঁদের অনুরাগী হয়েছেন। এখন প্রিয় বদরুদ্দীন উমর। আগে টুকটাক একটি–দুটি বই কিনতেন, ২০১০ সাল থেকে প্রতিবছর মেলা থেকে অন্তত ২০ থেকে ২৫টি বই কেনেন। পত্রপত্রিকায় বইয়ের রিভিউ দেখে বই কেনার তালিকা করেন। মেলা ছাড়াও সারা বছরই সেই তালিকা থেকে বই কেনেন।

নাহিদ আখতারের মতো আরও এক ক্রেতার সঙ্গে কথা হলো। তিনি অধ্যাপক লিয়াকত হোসেন। বাংলা একাডেমি থেকে কিনেছেন কবি মুহম্মদ নূরুল হুদার কাব্যলেখা মহানবী (সা.)–এর সংক্ষিপ্ত জীবনী মহানবী। বললেন, ‘বইমেলায় বেড়াতে নয়, বই কিনতেই আসি।’

প্রথমার বিক্রেতারা জানালেন, সপ্তাহের শেষ দিনে বিক্রি বেশ ভালোই হয়েছে। গতকাল জাভেদ হুসেনের উপন্যাস মির্জা গালিবের সঙ্গে দেখা, তাজউদ্দীন আহমদ তাঁকে ও তাঁর লেখা চিঠি বইগুলো ভালো বিক্রি হয়েছে। নতুন আসা তানজিনা হোসেনের যদি পাখা পাই পাখি হয়ে যাই উপন্যাসটিও ভালো বিক্রি হয়েছে।

নতুন বই

যদি পাখা পাই পাখি হয়ে যাই তানজিনা হোসেন
প্রথমা প্রকাশন

সপ্তাহের শেষ দিনে মেলার তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম জমা পড়েছে ৬৯টি। মেলার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে অনন্যা এনেছে ইমদাদুল হক মিলনের শিশুতোষ চোর এসে গল্প করেছিল, কথাপ্রকাশের হামিদ কায়সারের দেশভাগ ও উদ্বাস্তু জীবনের গল্প, আগামী এনেছে রফিকুর রশীদের শিশুতোষ কেমন করে স্বাধীন হলো আমার দেশ, বাতিঘর এনেছে মোস্তাক আহমদের কবি আবুল হাসানের জীবনীভিত্তিক উপন্যাস ঝিনুক নীরবে সহো, বেঙ্গল বুকস এনেছে ড. রতন সিদ্দিকীর প্রবন্ধ তমোঘ্নের কবি মোহাম্মদ মনিরুজ্জামান, ঐতিহ্য এনেছে আনোয়ারা সৈয়দ হকের স্মৃতিকথা ফুলের গন্ধের মতো থেকে যাবে আমার রুমালে, তাম্রলিপি এনেছে আশফাকুজ্জামানের মুক্তিযুদ্ধবিষয়ক মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।

১৯৭১: শিলিগুড়ি সম্মেলন

১৯৭১: শিলিগুড়ি সম্মেলন
প্রথমা প্রকাশন

প্রথমা প্রকাশন গতকাল মেলায় এনেছে মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, ১৯৭১: শিলগুড়ি সম্মেলন: প্রবাসী সরকারের সঙ্গে জনপ্রতিনিধিদের সভা: মুক্তিযুদ্ধের এক অজানা কাহিনি। সম্পাদনা করেছেন মতিউর রহমান, অনুবাদ করেছেন নাসির উদ্দিন আহাম্মেদ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সম্পূর্ণরূপে অনালোচিত অধ্যায় ১৯৭১ সালের ৫ ও ৬ জুলাই অনুষ্ঠিত শিলিগুড়ি সম্মেলন। এই সম্মেলন মুক্তিযুদ্ধে নিয়ে আসে সংহতি, ত্বরান্বিত করে পরিকল্পিত যুদ্ধ এবং বাংলাদেশ এগিয়ে যায় দ্রুত বিজয়ের দিকে। কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এই সম্মেলনের বিস্তারিত বিবরণ ও দাপ্তরিক কার্যপ্রণালি কোথাও সংরক্ষণ করা হয়নি।

প্রথমবার ইংরেজিতে বইটি প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। এতে শিলিগুড়ি সম্মেলনের বৈঠকের কার্যপ্রণালি এবং অনানুষ্ঠানিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রকাশিত হয়। সঙ্গে ছিল বিশদ ভূমিকা। এই বইটি সেই ঐতিহাসিক দলিলের নির্ভরযোগ্য সুসম্পাদিত বাংলা অনুবাদ।

  • ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে: þ www.prothoma.com Å ০১৭৩০০০০৬১৯