বেবিচকের চেয়ারম্যানকে প্রত্যাহার
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে বাংলাদেশ বিমানবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া গত বছরের আগস্ট থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।