নির্বাচনের আগেই আইনজীবী সহকারীদের স্বীকৃতি দিতে আইন

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

আইনজীবীদের সহকারী হিসেবে যাঁরা কর্মরত তাঁদের স্বীকৃতি দিতে আগামী জাতীয় নির্বাচনের আগেই অ্যাডভোকেটস ক্লার্ক (ল’ক্লার্ক) আইন পাশ করা হবে। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির পঞ্চম মহাসম্মেলনে এমন প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এই খসড়া আইন চূড়ান্ত করার ক্ষেত্রে বাধা থাকার কথা নয়। যদি এই আইনের খসড়া জাতীয় সংসদে আসে এবং আমাদের সহযোগিতা লাগলে অবশ্যই করব।’

আগামী নির্বাচনের আগেই বর্তমান সরকার এই আইন পাশ করবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আপনারা এই আইন পাবেন। আগামী সাত দিনের মধ্যে এই আইনের খসড়া অংশজনদের কাছে পাঠিয়ে দেব। তাঁদেরকে ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানাব। তাঁরা পাঠালে তারপরের সাত দিনের মধ্যে চূড়ান্ত করে তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠাব। সেখানে অনুমোদনের পর যত দ্রুত সম্ভব জাতীয় সংসদে নিয়ে যাব।’  

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘আইনের একটা কাঠামো, যা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে। সমন্বয় করে একটি আইনি কাঠামো গড়ে দিতে পারলে বিচার ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে।’

আইনজীবীরা মামলা পরিচালনা করলেও ভেতরের কাজ তাঁদের সহকারীরা করে থাকেন। সে জন্য আইনজীবী সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে এই মহাসমাবেশে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নুর, আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ।