এবারের কমিউনিকেশন সামিটের প্রতিপাদ্য ছিল ‘ক্রিয়েটিভিটি ইন দ্য অ্যাজ অব ডিসরাপশন’
ছবি: সংগৃহীত

কানস্ লায়নস্ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটির সহযোগিতা এবং দ্য ডেইলি স্টারের সম্পৃক্ততায় রাজধানীতে কমিউনিকেশন সামিট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী এই সামিটের আয়োজক ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে জমকালো আয়োজনের মাধ্যমে ২৫টি বিভাগের অধীনে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, গ্র্যান্ড প্রিক্স—এই চার ক্যাটাগরিতে ১২৭টি বিজ্ঞাপন ও প্রচারণাকে ‘কমওয়ার্ডে’ পুরস্কৃত করা হয়। এ বছর পুরস্কারের জন্য জমা পড়ে ১ হাজার ৩৭৯টি মনোনয়ন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারকে বাংলাদেশের সৃজনশীল শিল্পে অবদান রাখার জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যাডকম লিমিটেডের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটিকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

‘ক্রিয়েটিভিটি ইন দ্য অ্যাজ অব ডিসরাপশন’ প্রতিপাদ্যে এবারের সামিটে আধুনিক ক্রিয়েটিভ কমিউনিকেশনসের বিভিন্ন জটিল ধারণা ও কৌশলকে চিহ্নিত করে ভবিষ্যতের জন্য একটি রূপরেখা প্রণয়নের চেষ্টা করা হয়।

অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘আমরা ক্রিয়েটিভ অগ্রগতির সোনালি সময়ে অবস্থান করছি। গত এক বছরে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার চূড়ান্ত সম্ভাবনাকেও প্রত্যক্ষ করেছি। তাই ভবিষ্যতে আমাদের যাবতীয় বার্তা-যোগাযোগ হতে হবে অধিক উদ্ভাবনসমৃদ্ধ। একই সঙ্গে সামাজিক নানাবিধ সমস্যাকে আমাদের প্রচারণার মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও আরও কৌশলী ও সক্ষম হতে হবে।’

কমিউনিকেশন সামিট ২০২৩-এ উপস্থিত ছিলেন টাইমস অব ইন্ডিয়া গ্রুপের প্রেসিডেন্ট পার্থ সিনহা, ওগিলভি ইন্ডিয়ার চিফ ক্রিয়েটিভ অফিসার কাইনাজ কর্মকার এবং সিঙ্গাপুরের এম অ্যান্ড সি সাচি গ্রুপের চিফ ক্রিয়েটিভ অফিসার আলী শাহবাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড এবং মার্কেটিং কনসালট্যান্ট গালিব বিন মোহাম্মদ, এফসিবি বিটপির প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন শাহেদ, সান কমিউনিকেশনস লিমিটেডের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন, এক্স-ইন্টারগ্রেটেড মার্কেটিং এজেন্সির প্রধান পরিচালন কর্মকর্তা দ্রাবির আলম, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান রিসালাত সিদ্দিকী, রবি আজিয়াটা লিমিটেডের হেড অব ব্র্যান্ডস অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন শামীম উজ জামান এবং বাংলালিংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর উরফি আহমেদ প্রমুখ।