সুপ্রিম কোর্টে আইনজীবীদের রোববার থেকে গাউন পরতে হবে

সুপ্রিম কোর্টফাইল ছবি

প্রচণ্ড তাপপ্রবাহের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিতে আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল করে দেওয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করা হয়েছে। ফলে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিতে আগামী রোববার থেকে আইনজীবীদের গাউন পরতে হবে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এই তথ্য জানা গেছে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইনজীবীদের মামলা পরিচালনাকালে পরিধেয় পোশাক–সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

দেশজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহের প্রেক্ষাপটে গত ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিতে আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়। এই নির্দেশনা ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বলা হয়।

আজকের বিজ্ঞপ্তিতে গত ২০ এপ্রিল দেওয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের নিয়মাবলিতে পরিধেয় পোশাক বিষয়ে থাকা সংশ্লিষ্ট বিধানাবলি অনুসরণ করে আইনজীবীরা সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিতে অংশ নেবেন। এ নির্দেশনা ১৯ মে (রোববার) থেকে কার্যকর হবে।