সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বেসরকারি বেসিক ব্যাংক থেকে আমানতকারীদের টাকা তোলে নেওয়ার হিড়িকের খবরটি। পাশাপাশি ঘর না পেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ফারজিনার এলাকা ছাড়ার খবরটিতেও পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

আসামি না পেয়ে স্ত্রীর মাথায় পিস্তল ঠেকালেন ডিবি কর্মকর্তা, তদন্তে কমিটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে গত শুক্রবার আসামি ধরতে অভিযান চালান ডিবি পুলিশের সদস্যরা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি না পেয়ে বাড়ির নারী ও শিশুদের মারধর করার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যের বিরুদ্ধে। একপর্যায়ে ডিবির এক কর্মকর্তা আসামির স্ত্রীর মাথায় পিস্তল ঠেকান। গত শুক্রবার সদর উপজেলার থলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

ঘর না পেয়ে এলাকা ছাড়ল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনার পরিবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুনামগঞ্জের শিশু ফারজিনা আক্তার ও তার পরিবারের সদস্যরা। সোমবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের বাস টার্মিনালে
ছবি: খলিল রহমান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর ফারজিনা স্বপ্ন দেখে পুরস্কারের টাকায় হাওরপাড়ে ঘর বানানোর। শিশুটির স্বপ্নপূরণে কিছু জমি দেয় সরকার। সেখানে ঘর করার জন্য অর্থও বরাদ্দ হয়। কিন্তু ছয় মাস হতে চললেও মাথা গোঁজার ঘর আর হয়নি। ঘরের জন্য সংশ্লিষ্টদের কাছে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ ফারজিনার বাবা মো. সায়েম। ক্ষোভ-অভিমানে শেষ পর্যন্ত পুরো পরিবার নিয়ে এলাকা ছাড়লেন তিনি। বিস্তারিত পড়ুন...

পিছু হটে আবার সংগঠিত হচ্ছে হামাস, জবাব দিচ্ছে ইসরায়েলিদের

গাজায় হামাসের একটি অবস্থান লক্ষ্য করে গুলিবর্ষণ করছেন ইসরায়েলি সেনারা। ১৬ নভেম্বর, ২০২৩
ছবি: রয়টার্স

গতকাল রোববার গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের প্রতিরোধযোদ্ধাদের লড়াই হয়েছে। এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস। বিস্তারিত পড়ুন...

বেসিক ব্যাংকে টাকা তোলার হিড়িক, একীভূত করার সিদ্ধান্তের প্রভাব

বেসিক ব্যাংক

বেসরকারি ব্যাংকের সঙ্গে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের একীভূত হওয়ার খবরে ব্যাংকটি থেকে আমানতকারীরা ইতিমধ্যে আড়াই হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। এমন পরিস্থিতিতে বেসিক ব্যাংক চরম তারল্যসংকটে পড়েছে। বিস্তারিত পড়ুন...

চাল, আলু, বিদ্যুৎ হবে অত্যাবশ্যকীয় পণ্য, বাদ সিগারেট, স্বীকৃতি নেই পানির

৬৮ বছর পর নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ায় অবশেষে ধান, চাল, গম, আটা ও আলু নিত্যপণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। এবারও স্বীকৃতি পাচ্ছে না অবশ্য পানি
প্রতীকী ছবি

দীর্ঘ ৬৮ বছর পর নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ায় অবশেষে ধান, চাল, গম, আটা ও আলু নিত্যপণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। তবে এবারও স্বীকৃতি পাচ্ছে না অবশ্য পানি। আবার সাবান, কীটনাশক, ডিটারজেন্ট পাউডার, টুথপেস্ট—এগুলো সমাজের সর্বস্তরে প্রতিদিন কমবেশি ব্যবহৃত হলেও নিত্যপণ্য হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হচ্ছে না। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন