এডুটিউব কুইজ কনটেস্টের ঢাকা বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত
মাধ্যমিক পর্যায়ের স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণে এডুটিউব কুইজ কনটেস্ট ২০২২-এর সর্বশেষ বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ রাউন্ডে ঢাকা বিভাগের ১৩ জেলা থেকে অনলাইন পর্বে উত্তীর্ণ মোট ২৫ দল অংশগ্রহণ করে। এতে দুটি পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে দুটি দল জাতীয় সেরা-১৬ পর্বের জন্য নির্বাচিত হয়। দল দুটি হচ্ছে, মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের অদম্য-৩ ও ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বিএনএমপিসি কুইজারস। অনলাইন পর্বে উত্তীর্ণ ও বিভাগীয় পর্বে বাদ পড়া ২৩টি দলের প্রত্যেককে ১০ হাজার টাকা পুরস্কার ও সনদ দেওয়া হয়।
এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাজেশ পালিত।
গত ১০ মে রাজধানীর একটি হোটেলে এডুটিউব কুইজ কনটেস্ট-২০২২ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এই উদ্যোগের সঙ্গে নলেজ পার্টনার হিসেবে আছে বিশ্বব্যাংক, টেকনোলজি পার্টনার হিসেবে হুয়াওয়ে এবং স্ট্র্যাটেজি পার্টনার হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।