যাত্রাবাড়ীতে বাক্প্রতিবন্ধী কিশোরীসহ দুই বোনকে ধর্ষণের অভিযোগ, রিকশাচালক আটক
রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় গতকাল বুধবার রাতে বাক্প্রতিবন্ধী কিশোরীসহ দুই বোন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পুলিশ ওই ঘটনায় রেজাউল করিম (৫০) নামের এক রিকশাচালককে আটক করেছে।
আজ বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। তাঁর ভাষ্যমতে, বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে বাক্প্রতিবন্ধী কিশোরী (১৬) ও তার ছোট বোনকে (৮) বাসায় রেখে তাদের মা-বাবা কাজে বাসার বাইরে ছিলেন। এ সময় প্রতিবেশী রেজাউল করিম ওই বাসায় গিয়ে দুই বোনকে ধর্ষণ করেন।
এসআই জসিমের ভাষ্যমতে, রাতে মা–বাবা বাসায় ফিরলে দুই সন্তানের কাছ থেকে তাঁরা ঘটনাটি জানতে পারেন। তাঁরা যাত্রাবাড়ী থানায় এসে এ ঘটনায় অভিযোগ জানালে পুলিশ গিয়ে ধর্ষণের ঘটনায় অভিযোগ ওঠা রেজাউলকে আটক করে। পরে পুলিশ দুই বোনকে উদ্ধার করে স্বাস্থ্যগত পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।
পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ওই ঘটনায় আটক রিকশাচালক রেজাউল করিমের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।