সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৯ এপ্রিল, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী
ছবি: মোশতাক আহমেদ

কোনো নির্দিষ্ট এলাকার তাপমাত্রার জন্য সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিপক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে কোনো কোনো জেলায় যদি তা অসহনীয় পর্যায়ে যায়, সেখানে বিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পারেন। বিস্তারিত পড়ুন...

প্রশাসন ক্যাডারের জন্য এবার ১৮৩৩ কোটি টাকার একাডেমি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ৯টি প্রশিক্ষণকেন্দ্র এখনই আছে। সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ১ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন তৈরিসহ সক্ষমতা বাড়ানোর কাজও চলছে। এরই মধ্যে কেরানীগঞ্জে ১ হাজার ৮৩৩ কোটি টাকা ব্যয়ে আরেকটি প্রশিক্ষণকেন্দ্র করার প্রকল্প নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিস্তারিত পড়ুন...

পরিবেশ উপযোগী নয়, এমন গাছে ভরে আছে রাজধানী

রাজধানীর বিমানবন্দর সড়কের পাশে চীন থেকে আনা বনসাই লাগানো হয়েছে। গত বুধবার বিকেলে
ছবি: খালেদ সরকার

রাজধানীর বিমানবন্দর সড়কের দুই পাশে বনসাইয়ের সারি। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ২০১৭ সালে এসব গাছ লাগিয়েছিল। নগরীর সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এগুলো আনা হয়েছিল চীন ও তাইওয়ান থেকে। তবে পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের প্রবল বিরোধিতায় দেশের মাটির সঙ্গে সম্পর্কহীন এসব উচ্চমূল্যের গাছ লাগানোর কাজ আর বেশি দূর এগোয়নি। বুধবার এই সড়কে ঘুরে দেখা গেছে, নিকুঞ্জ থেকে র‍্যাডিসন হোটেল পর্যন্ত এসব গাছ রয়েছে। গাছের পরিচর্যার অভাব স্পষ্ট। বিস্তারিত পড়ুন...

চিফ হিট অফিসারকে নিয়ে সমালোচনা কতটা যৌক্তিক?

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আরশট-রক) সারা বিশ্বে সাতজন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। বুশরা আফরিন তাঁদের একজন।
ছবি: সংগৃহীত

হিট অফিসার কেন এই ‘হিট’ কমাতে পারছেন না, সেই রাগে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলছেন লোকজন। হিটই যদি কমাতে না পারেন, তাহলে আর হিট অফিসার রাখা কেন, এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বিস্তারিত পড়ুন...

দেখতে মোদির মতো, বিক্রি করছেন পানিপুরি, তিনি আসলে কে

ভারতের গুজরাটের পানিপুরি বিক্রেতা অনিল ভাই থাক্কর দেখতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো
ছবি: ভিডিও থেকে নেওয়া

অনিলের কাছে পানিপুরি খেতে গেলে যে কেউ ক্ষণিকের জন্য হলেও থমকে যেতে বাধ্য। কেননা অনিল দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো। বিশেষ করে তাঁকে পাশ থেকে দেখলে মোদি বলে যে কারও মনে হতে পারে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন