আজ অনলাইন পাঠক কুইজের মহড়া
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জিততে হলে পড়তে হবে’ স্লোগানে অনলাইন পাঠক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম আলো অনলাইনে মহড়া কুইজ অনুষ্ঠিত হবে। এ আয়োজনে মোট পুরস্কার ৫ লাখ টাকা।
২০ অক্টোবর থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। পাঠকদের https://services.prothomalo.com/anniversary/quiz/ ঠিকানায় নিবন্ধন করে নির্ধারিত সময়ে কুইজে অংশ নিতে হবে। প্রশ্ন থাকবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদ, নিবন্ধ, ফিচার থেকে।
আগামীকাল ২৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের কুইজ। প্রতিদিন ২০টি প্রশ্ন থাকবে। প্রতিদিন সবচেয়ে কম সময়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জন প্রত্যেকে ৩ হাজার টাকার পুরস্কার পাবেন।
প্রথম পর্বের বিজয়ীদের জন্য মোট তিন লাখ টাকার গিফট চেক রয়েছে। তাঁদের মধ্য থেকে সেরা ছয়জনকে নিয়ে ৪ নভেম্বর ঢাকায় চূড়ান্ত পর্ব সরাসরি অনুষ্ঠিত হবে। এতে প্রথম স্থান অর্জনকারী পাবেন ১ লাখ টাকার, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬০ হাজার টাকার ও তৃতীয় স্থান অর্জনকারী ৪০ হাজার টাকার গিফট চেক।