শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিশুদের জন্য নাগরিক জোট
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিশুদের জন্য নাগরিক জোট। এমন পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় সরকারি-বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।
আজ রোববার এক যৌথ বিবৃতিতে শিশুদের জন্য নাগরিক জোট এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, বর্তমান সহিংস পরিস্থিতিতে শিশুরা দীর্ঘমেয়াদি মানসিক চাপের শিকার হতে পারে, যা তাদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করবে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা গেছে, শিশু-কিশোরদের গ্রেপ্তার ও আটক রাখার ঘটনা ঘটছে, যা সংবিধান, বিদ্যমান আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশনার লঙ্ঘন।
বিবৃতিতে শিশু ও কিশোর হত্যার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আইনের সংস্পর্শে আসা প্রতিটি শিশুর প্রতি শিশু আইন, ২০১৩ অনুসারে আচরণ করা, আটক শিশুদের বয়সভিত্তিক তালিকা প্রকাশ করা, এইচএসসি পরীক্ষার্থীসহ সব শিক্ষার্থীর পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা ও শিশুদের সঙ্গে সংবেদনশীল আচরণ করা।
বিবৃতিদাতারা হলেন বীর মুক্তিযোদ্ধা আহমেদ জাকারিয়া, লায়লা খন্দকার, এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী, নাজনিন নাসির, জিনিয়া আফরোজ, দীপু মাহমুদ, আসিফ মুনীর, মো. আলমগীর কবির, শশাঙ্ক সাদি, গওহার নঈম ওয়ারা প্রমুখ।