পাবনা-২ আসনে বিএনএম থেকে মনোনয়নপত্র জমা দিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ডলি সায়ন্তনী
ছবি: প্রথম আলো

পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি নিজেই পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে ২০ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি–পেশার নতুন কয়েকজন নেতা-কর্মী দলে যোগ দেন। তাঁদের মধ্যে ডলি সায়ন্তনী দলটিতে যোগ দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহম্মেদ ফিরোজ কবির।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার স্থানীয় বিএনএম নেতাদের সঙ্গে নিয়ে ডলি সায়ন্তনী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ বেলা আড়াইটার দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনএম কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মো. আবু জাফরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দিয়ে ডলি সায়ন্তনী বলেন, পাবনা-২ নির্বাচনী এলাকায় তাঁর দাদার বাড়ি। ফলে তিনি এই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান। কিন্তু এত দিন সেই সুযোগ ছিল না। বিএনএম তাঁকে সেই সুযোগ তৈরি করে দিয়েছে। এলাকার মানুষও তাঁকে স্বাগত জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি গানের মাধ্যমে মানুষের পরিচিত। এখন এলাকার সন্তান হিসেবে ভোটের মাঠে যাব। এলাকার মানুষের সেবায় কাজ করব।’

জানতে চাইলে পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনের সংসদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহম্মেদ ফিরোজ কবির বলেন, ‘ডলি সায়ন্তনীর মতো তারকা শিল্পী নির্বাচনে আসছেন এটা ইতিবাচক। কেন্দ্রে ভোটার নিয়ে আসার যে দায়িত্ব ছিল, এমন সেলিব্রেটিরা নির্বাচনে এলে তাঁরাও অনেক ভোটার আনতে পারবেন বলে আমরা মনে করি। এটা খুবই ভালো খবর। আমরা তাঁকে স্বাগত জানাই।’