অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্র সাধন করতে হবে: জ্বালানি উপদেষ্টা
সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়, অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্র সাধন করতে হবে।
আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নির্দেশনার মধ্যে আরও বলা হয়েছে, ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে। প্রয়োজনে পরিবহন পুল থেকে গাড়ি নিতে হবে (কার পুলিং)। উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ইতিপূর্বে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা দ্রুততার সঙ্গে কার্যকর করতে হবে। এসব নির্দেশনা বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ বিভাগ এবং বিভাগগুলোর অধীন সব দপ্তর, সংস্থা, কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। আজ উপদেষ্টার দপ্তর থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।