সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২০ অক্টোবর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ডাক পেল না জাতীয় পার্টি

জাতীয় পার্টি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এবারের সংলাপে জাতীয় পার্টিকে (জাপা) ডাকা হয়নি। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই-আগস্টের অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তির কারণে তাদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। বিস্তারিত পড়ুন...

শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারত যা ভাবছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

প্রায় আড়াই মাস হতে চলল, বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা একটি সামরিক উড়োজাহাজে চেপে দিল্লিতে অবতরণ করেছিলেন। তার পর থেকে তাঁকে আর এক মুহূর্তের জন্যও প্রকাশ্যে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর কোনো ছবি দেখা যায়নি। নানা কথিত ফোনালাপের অডিও ফাঁস হলেও সেগুলো যে তাঁরই কণ্ঠস্বর, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভারতে এসে নামার পর থেকে তিনি যেন কার্যত হাওয়ায় মিলিয়ে গেছেন! বিস্তারিত পড়ুন...

অন্তর্বর্তী সরকারের নতুন ইতিহাস বিচার

অস্বীকার করার উপায় নেই যে গত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে সীমাহীন লুটপাট ও দুর্নীতি করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার নামে চরম স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে। সমালোচনা ও বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নিষ্ঠুর দমন–পীড়ন চালিয়েছে। মানুষের ভোটের অধিকার হরণ করেছে। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করার পাশাপাশি তারা ইতিহাসকেও অনেকাংশে আত্মসাৎ করেছে, যার দায় দেশবাসীকে বহন করতে হবে বহু বছর। বিস্তারিত পড়ুন...

চাকরি স্থায়ী করার দাবিতে শাহবাগে আউটসোর্সিং কর্মীদের অবরোধ, যানজট

রাজধানীর শাহবাগ মোড়ে আজ শনিবার সকাল ১০টা থেকে অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা
ছবি: দীপু মালাকার

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। শনিবার সকাল ১০টা থেকে তাঁরা অবরোধ শুরু করেছেন। এ কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়ুন...

দক্ষিণ আফ্রিকার ছিলেন ক্যালিস, বাংলাদেশের সাকিব

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তাঁর অনেক দিনের পরিচয়। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলোয়াড় হিসেবে বাংলাদেশ সফর করেছেন। বছর দুয়েক আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বেও ছিলেন। অ্যাশওয়েল প্রিন্স এবার বাংলাদেশে এসেছেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ হয়ে। একসময় বাংলাদেশ দলের ড্রেসিংরুমে থাকা প্রিন্সের জানাশোনা নিশ্চয়ই প্রোটিয়াদের পরিকল্পনা সাজাতে সাহায্য করবে। দক্ষিণ আফ্রিকার সাংবাদিকদেরও এ নিয়ে অনেক কৌতূহল। বিস্তারিত পড়ুন...