ছাত্রদলের ৬ নেতা নিখোঁজের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ

জাতীয়তাবাদী ছাত্রদলের নিখোঁজ ছয় নেতার হদিস না মেলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে ওই ছয়জনের অবস্থান প্রকাশ করে তাঁদের আইনি সহায়তা নেওয়ার সুযোগ করে দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ (সাবেক টুইটার) এ আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশীয় আঞ্চলিক কার্যালয়। এর আগে বিএনপি অভিযোগ করে, শনিবার সকালে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদাপোশাকধারী কয়েকজন ব্যক্তি ছয় ছাত্রদল নেতাকে তুলে নিয়ে যান।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ছাত্রদলের ছয় নেতাকে তুলে নেওয়ার পর তাঁরা এখন কোথায় আছেন, তা জানা যায়নি। বিষয়টি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গভীরভাবে উদ্বিগ্ন।

লন্ডনভিত্তিক সংস্থাটি বলেছে, তারা নিখোঁজ নেতাদের মধ্যে দুজনের পরিবারের সদস্য ও আইজীবীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, আজিমপুর এলাকা থেকে সাদাপোশাকে থাকা কয়েকজন ওই নেতাদের তুলে নিয়ে গেছেন। সাদাপোশাকধারীরা নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য বলে পরিচয় দিয়েছেন। ডিবি কার্যালয়ে যোগাযোগের পরও নিখোঁজ নেতাদের পরিবার ও আইনজীবীরা তাঁদের বর্তমান অবস্থান জানতে পারেননি।

পুলিশের প্রতি আহ্বান জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘ওই ছয়জনের অবস্থান প্রকাশ করতে, কোন আইনে তাঁদের তুলে নিয়ে আটকে রাখা হয়েছে, তা পরিষ্কার করতে এবং তাঁদের যথাযথ আইনি সহায়তা নেওয়ার সুযোগ করে দিতে আমরা পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এর আগে নিখোঁজের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে শনিবার একটি বিবৃতি দেন। তিনি বলেন, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম শনিবার বেলা ১১টায় তাঁর আজিমপুরের বাসা থেকে বের হন। তখন থেকে খবর পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজ নেওয়ার জন্য মমিনুল ইসলামের বাসার সামনে গেলে ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রিয়াদ, বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে সাদাপোশাকধারী লোকেরা তুলে নিয়ে যান।

আরও পড়ুন

বিবৃতিতে ছয় ছাত্রদল নেতার হদিস না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রুহুল কবির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধীদলীয় নেতা-কর্মীদের বেআইনিভাবে আটকের পর তা অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। এ ধরনের অমানবিক ঘটনা প্রতিদিন ঘটছে। ছয়জনকে পরিবারের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি।