ঢাকা জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের দুই দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠান ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আজ সোমবার শুরু হচ্ছে। প্রথম দিনে অনলাইনে নিবন্ধিত প্রায় সাড়ে ৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। ঢাকার এই আয়োজনে সহযোগিতা করছে কনকর্ড এবং ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে আজ প্রথম দিনে উপস্থিত থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিনসেন্ট চ্যাং, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, শিখোর সহপ্রতিষ্ঠাতা জিসান জাকারিয়াসহ বিশিষ্টজনেরা।