৩৮ নাগরিকের বিবৃতির প্রতিবাদ

ভুক্তভোগী নারী ও তাঁর পাশে দাঁড়ানো মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ৩৮ নাগরিকের দেওয়া বিবৃতির প্রতিবাদ জানিয়েছেন গোবিন্দ বর। গত শনিবার প্রথম আলোতে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, বিবৃতিতে দেওয়া তথ্য অসত্য, বিদ্বেষমূলক ও অসম্পূর্ণ। তাঁর সামাজিক ও পেশাগত সম্মান নষ্ট করতে এমন তথ্য ছড়ানো হচ্ছে।

এর আগে শুক্রবার গণমাধ্যমে পাঠানো ৩৮ নাগরিকের এক বিবৃতিতে বলা হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের টিম লিডার গোবিন্দ বর বিয়ের ছদ্মবেশে এক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। ভুক্তভোগী নারী ও তাঁর পাশে দাঁড়ানো মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের মানবাধিকার হরণের অব্যাহত চেষ্টা করেছেন।

ওই বিবৃতির প্রতিবাদে গোবিন্দ বর বলেন, ‘ভয়ভীতি প্রদান এবং মানবাধিকার হরণের অব্যাহত চেষ্টার অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। ওই নারী চিকিৎসার কাগজপত্র জাল করে আমার বিরুদ্ধে নারী নির্যাতনসহ আটটি মিথ্যা মামলা করেছেন। ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছেন। আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, বানোয়াট, কুৎসামূলক, মানহানিকর অপপ্রচার করেছেন।’

গোবিন্দ বর আরও বলেন, ‘অভিযোগকারী নারী প্রথম সাইবার ক্রাইমের অভিযোগ এনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। তখন সাইবার নিরাপত্তা আইন নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। পরে আমি আদালতে বিচার চাইলে উদ্দেশ্যমূলকভাবে এই বিবৃতি প্রকাশ করা হয়।’