আশুলিয়ায় আগুনের ঘটনায় আরেকজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

আশুলিয়ার আগুনের ঘটনায় নজরুল ইসলাম (৩৪) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে আগুনের ঘটনায় দুজন মারা গেলেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, নজরুল ইসলামের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

১২ আগস্ট রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের একটি আধা পাকা বাসায় রান্নাঘরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে মোট ছয়জন দগ্ধ হন। তাঁদের অধিকাংশরাই তৈরি পোশাক কারখানার কর্মী। পরে দগ্ধ ব্যক্তিদের ওই দিন রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত বুধবার রাতে সাবিনা বেগম (৪০) মারা যান। তাঁর ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত নজরুল ইসলামের ভাই রফিজুল ইসলাম জানান, তাঁর ভাই ভ্যান গাড়ি চালাতেন। তাঁদের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর টিটপাড়া গ্রামে। বাবার নাম সায়নাল হক। সাত ভাই ও এক বোনের মধ্যে নজরুল ছিলেন দ্বিতীয়।

পারিবারিক সূত্র জানায়, নজরুলের দুই মেয়ে রয়েছে। সন্তানেরা গ্রামের বাড়ি থাকেন। আশুলিয়ায় ওই বাসায় স্বামী–স্ত্রী থাকতেন। তার স্ত্রী শাবনূর বেগম পোশাককর্মী। তবে ঘটনার সময়ে তিনি বাইরে ছিলেন।

আরও পড়ুন