নওগাঁয় সড়কের পাশে পড়ে ছিল কৃষকের রক্তাক্ত লাশ

লাশ
প্রতীকী ছবি

নওগাঁ পৌরসভার ভবানীপুরে সড়কের পাশ থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের ভবানীপুর তুলসীগঙ্গা সেতুর কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৫৫)। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। জালাল উদ্দিন কৃষিকাজ করতেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জালালকে হত্যা করে সড়কের পাশে লাশ ফেলে রেখে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে সান্তাহার হাটে যাওয়ার কথা বলে জালাল বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তবে রাতে জালালের কোনো সন্ধান মেলেনি।

আজ সকালে স্থানীয় লোকজন নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে নিহত জালালের স্বজন ও স্থানীয় লোকজন পোশাক দেখে পরিচয় শনাক্ত করেন।

নওগাঁর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান প্রথম আলোকে বলেন, মাথায় ও মুখমণ্ডলে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুপুরের মধ্যে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে।