ডেঙ্গুর চরিত্রে বদল, বাড়ছে নভেম্বরের ঝুঁকি

ডেঙ্গুতে আক্রান্ত ১০ বছরের সোহানা ছয় দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গতকাল দুপুরে মুগদা মেডিকেলেছবি: প্রথম আলো

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের সংক্রমণ ও মৃত্যুর ধরনে পরিবর্তন এসেছে। পূর্বে জুলাই-আগস্টে সংক্রমণ বেশি থাকলেও, এখন অক্টোবর মাসে সংক্রমণ এবং নভেম্বরে মৃত্যুহার সর্বোচ্চ। জনস্বাস্থ্যবিদ বে-নজির আহমেদ প্রথাগত পদ্ধতি বাদ দিয়ে ডেঙ্গু মোকাবিলায় কৌশল পরিবর্তনের কথা বলেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর সর্বোচ্চ। বিশেষজ্ঞরা ডেঙ্গুর সময়ভিত্তিক প্রবণতা পর্যালোচনার ওপর জোর দিয়েছেন।