ঢাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে। ২৯ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।