ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ
প্রায় চার বছর পর রাজনাথ সিংয়ের বাংলাদেশ মিশনে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং জয়শঙ্করের ঢাকা সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ভারত-বাংলাদেশ সম্পর্কের গুণগত পরিবর্তনের ইঙ্গিত। গণ-অভ্যুত্থান ও কূটনৈতিক সংকটের পর এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। জয়শঙ্কর তারেক রহমানকে মোদির চিঠি দেন, যেখানে খালেদার নেতৃত্ব ও গণতন্ত্রে তার ভূমিকার প্রশংসা করা হয়। ভারত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী, যা বিএনপির জয়ের সম্ভাবনার ইঙ্গিত।