ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, এর মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫.৫ জানায়। চাঁদপুর, নীলফামারী, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেকে ঘর থেকে বের হয়ে আসেন। পার্শ্ববর্তী ভারতেও এর প্রভাব পরে।