ঢাকায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী, সচিব পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম (বাঁয়ে) ও তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি দুই দিনের সফরে সোমবার সকালে ঢাকায় এসেছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি।