আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন

সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন লাগে আজ মঙ্গলবারছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার আজ সকালে প্রথম আলোকে বলেন, আমিনবাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও একটি ইউনিট সেখানে যায়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।