দেশে সাড়ে ৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্প
গত সাড়ে ৩১ ঘণ্টায় দেশে চারবার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় পরপর দুটি ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল বাড্ডা। এর আগে সকালেও নরসিংদীতে মৃদু কম্পন অনুভূত হয়। শুক্রবার সকালের ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজনসহ মোট ১০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হয়েছেন।