দেশে গরুর চেয়ে ছাগল বেশি

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গরুর সংখ্যা ২ কোটি ৪৭ লাখ। ছাগলের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ও মহিষ আছে ১৫ লাখ ৮ হাজার।

আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

শ ম রেজাউল করিম বলেন, জনপ্রতি প্রতিদিন ন্যূনতম ১২০ গ্রাম হিসাবে ২০২২-২৩ অর্থবছরে দেশে মাংসের চাহিদা ৭৬ লাখ ১০ হাজার টন। তিনি বলেন, দেশীয় উৎস থেকে কোরবানির পশুর চাহিদা পূরণের তাগিদ, আধুনিক হৃষ্টপুষ্টকরণ প্রযুক্তির প্রয়োগ ও হৃষ্টপুষ্টকরণ খামারের বাণিজ্যিক সম্প্রসারণ ঘটায় আমদানিনির্ভর কোরবানির পশুর বাজার এখন স্বনির্ভরতা অর্জন করেছে।

দেশে বিচারাধীন মামলা ৪০ লাখ ৪ হাজার ৭টি
জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের আদালতে বিচারাধীন মামলার মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৪৭ হাজার ৭৯০টি, ফৌজদারি মামলা ২৪ লাখ ১০ হাজার ৪৪৪টি এবং অন্যান্য (কনটেমপ্ট/রিট) ১ লাখ ১৮ হাজার ১৮৯টি।

আইনমন্ত্রী বলেন, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বিচারকের সংখ্যা বৃদ্ধি, নতুন আদালত তৈরি, আদালতের অবকাঠামো উন্নয়ন, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি এবং বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপের ফলে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

সরকারি চাকরিতে শূন্য পদ ৩ লাখ ৫৮ হাজার
জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২১ পুস্তকের জুন-২০২২ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন গ্রেডে বেসামরিক জনবলের শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ১২৫।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি চাকরির দ্বিতীয় গ্রেডে ৯০৭, ১৪তম গ্রেডে ৩৯ হাজার ৪৮৭ ও ১৯তম গ্রেডে ৪৮৪ জন পদের অতিরিক্ত হিসেবে চাকরিতে আছেন।