আইসিটি বিভাগে উপদেষ্টা নাহিদের কাছে নানা অভিযোগ জানালেন তাঁরা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সোমবার সকালে আগারগাঁওয়ে প্রথম নিজের দপ্তরে আসেন। কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় নিচে প্রায় ১০০ মানুষ তাঁর কাছে নানা অভিযোগ তুলে ধরেন। তাঁরা বিভিন্ন দাবি জানান। স্লোগান দেন।
আজ সোমবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ আইসিটি ভবনে যান।
ভবনের নিচে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম নামে একটি সংগঠন থেকে শ খানেক ব্যক্তি নিজেদের দাবিদাওয়া নিয়ে উপস্থিত হোন। সঠিক মূল্যায়ন করা হয় না বলে অভিযোগ জানান তাঁরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এই বিভাগে সিন্ডিকেট ছাড়া কাজ হয় না। নির্দিষ্ট কারও স্বজন ও কাছের লোকদের কাজ দেওয়া হতো। বিক্ষোভকারীরা এটুআই ভুয়া বলেও স্লোগান দেন।
নাহিদ ইসলাম বলেন, তিনি সবার দাবিদাওয়া শুনবেন, আলোচনা করবেন। আইসিটি বিভাগে কাঠামোগত সংস্কার করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে বলেও জানান তিনি।
গতকাল রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের পদত্যাগসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে নাহিদ বলেন, ‘এটা নিয়ে আলোচনা করা হবে। ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং লুটপাট, দুর্নীতি, দুঃশাসন ও গণহত্যায় মদদ জুগিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে।’