দিল্লিতে চরমপন্থীদের বিক্ষোভ: প্রশ্ন তুললেন তৌহিদ হোসেন
শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জন সদস্য বিক্ষোভ করে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রশ্ন তুলেছেন, একটি স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় চরমপন্থীরা কীভাবে প্রবেশাধিকার পেল? তিনি জানান, বিক্ষোভকারীরা হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে বলে শোনা যাচ্ছে এবং এর ফলে তাঁর পরিবার ঝুঁকি বোধ করছে।