অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো নাজাল ক্যানুলা দিল বিআরবি গ্রুপ

কুষ্টিয়ায় করোনা হাসপাতালে বিআরবি গ্রুপের পক্ষ থেকে সিলিন্ডার ও হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রদান অনুষ্ঠানে অতিথিরা। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ১০০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়েছেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবুর রহমান। সোমবার বিকেলে বিআরবি গ্রুপের পক্ষ থেকে জেলা কালেক্টরেট চত্বরে জেলা করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে ২৫০ শয্যার বিপরীতে রোগী ভর্তি তিন শতাধিক। রোগীর চাপ বাড়ার কারণে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। সেখানে রয়েছে মাত্র ১১টি হাই ফ্লো নাজাল ক্যানুলা। এ অবস্থায় রাজনৈতিক নেতা, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক, সামাজিক সংগঠন, এনজিওসহ বেশ কিছু প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।

বিআরবি গ্রুপের মহাব্যবস্থাপক শেখ শামসুজ্জামান ও দীপেন কুমার দাশ চেয়ারম্যানের পক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম ও হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেনের উপস্থিতিতে ১০০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা হস্তান্তর করেন।

এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, করোনার প্রকোপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গ্রামেও প্রতিটি বাড়িতে করোনা রোগী পাওয়া যাচ্ছে। হাসপাতালে রোগীর ব্যাপক চাপ তৈরি হয়েছে। অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। কুষ্টিয়াবাসীর কথা বিবেচনা করে বিআরবি গ্রুপ এগিয়ে এসেছে। এতে হাসপাতালে ভর্তি করোনা রোগীরা উপকৃত হবেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, এ সংকটকালে বিআরবি গ্রুপ সিলিন্ডার ও গুরুত্বপূর্ণ মেডিকেল সরঞ্জাম দিয়ে খুবই বড় একটি কাজ করল। এতে হাসপাতালের করোনা ওয়ার্ডে সেবার মান আরও বাড়বে। করোনা রোগীদের আর অক্সিজেনের সংকট হবে না।

একই অনুষ্ঠানে জেলা করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আরও ৫০টি, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেতুর চেয়ারম্যান আবদুল কাদেরের পক্ষ থেকে ১০টি ও বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে ১০০টি সিলিন্ডার প্রদান করেন।