অটোরিকশা নিয়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু, ট্রাক্টরে উঠে প্রাণ হারাল আরেকজন

কুড়িগ্রাম জেলার মানচিত্র

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশু মারা গেছে। আজ সোমবার দুপুরে পজেলার নেওয়াশী ও ভিতরবন্দ ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম ইমরান হোসেন (৩) ও রাকিব হোসেন (৪)। ইমরান নেওয়াশী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের ইছা মিয়ার ছেলে। রাকিব হোসেন ভিতরবন্দ ইউনিয়নের দোয়ানী পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরের দিকে নেওয়াশী ইউনিয়নের ইটভাটা থেকে একটি ট্রাক্টর মাটি নিয়ে আসছিল। এ সময় বাড়ির সামনে শিশু ইমরান হোসেন মায়ের কাছে ট্রাক্টরে ওঠার আবদার ধরে। মা ওই ট্রাক্টরে সন্তানকে তুলে দেন। এরপর ট্রাক্টরটি একটি উঁচু স্থানে ওঠার সময় ছিটকে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

অপর দিকে ভিতরবন্দ ইউনিয়নের দোয়ানী পাড়া এলাকায় চাবিসহ অটোরিকশা রেখে চালক বাড়িতে খেতে যান। এ সময় অটোর পাশে সহপাঠীদের নিয়ে খেলা করছিল শিশু রাকিব। খেলার ছলে সবাইকে নিয়ে অটোরিকশায় উঠে পড়ে। এরপর চাবি নাড়াচাড়া করতে থাকলে অটোটি চলতে থাকে। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাকিবসহ সহপাঠীরা ছিটকে মাটিতে পড়ে যায়। অটোরিকশাটির চাপায় ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান দুই শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।