অবরোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ
হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে আজ রোববার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার সদর ও খরনা এলাকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া খরনা এলাকায় মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে আটটা থেকে প্রথমে ডাকবাংলোর মোড়ে ও পরে পর্যায়ক্রমে ডাকবাংলোর মোড়ের দুদিকে থানার মোড় থেকে বাসস্টেশন পর্যন্ত দীর্ঘ সড়কে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে মহাসড়কের পটিয়ার খরনা এলাকায় দুদিকে দূরপাল্লাসহ স্থানীয় সব যানবাহন আটকে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার প্রথম আলোকে বলেন, খরনাসহ পটিয়া সদরে হরতালকারীরা অবস্থান নেওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দূরপাল্লাসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।