অবস্থান জানতে সমুদ্রগামী ট্রলারে যন্ত্র বসানো হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

পটুয়াখালীর কুয়াকাটায় সি-উইড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। শুক্রবার কুয়াকাটার পর্যটন হলিডে হোমস কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘সমুদ্রে চলাচলকারী সব নৌযানের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে আমরা সমুদ্রগামী ট্রলারে একটি আধুনিক যন্ত্র বসিয়ে দেব। যন্ত্রের কারণে ওই নৌযানের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারব। এতে অবৈধ উপায়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌযানের চলাচল বন্ধ হয়ে যাবে।’

আজ শুক্রবার পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ‘বাংলাদেশ উপকূলে সি-উইড চাষ ও সি-উইড জাত পণ্য উৎপাদন গবেষণা’ শীর্ষক প্রকল্পের আওতায় সি-উইড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। কুয়াকাটার পর্যটন হলিডে হোমস কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। উপকূলীয় এলাকায় সি-উইডের চাষ ও বাণিজ্যিক উৎপাদন বাড়াতে এ মেলার আয়োজন করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সি-উইডের গুরুত্ব অনেক। গত ১০ বছরে আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। খাবারের মান ও স্বাস্থ্য সচেতনতার কারণে গড় আয়ু বেড়েছে। সি-উইড এত গুণসমৃদ্ধ প্রাকৃতিক উপাদান, এটি যদি আমরা নিজেদের জীবনে প্রয়োগ করি, তাহলে অন্যরাও আকৃষ্ট হবে। সি-উইড নির্ধারিত সময়ে আহরণ করা না হলে নষ্ট হতে যেতে পারে। শুধু সম্পদ থাকলেই হবে না, সম্পদের সঠিক ব্যবহারও করতে হবে।’

এ সময় মন্ত্রী কুয়াকাটার বিভিন্ন হোটেল-মোটেলে সি-উইডের তৈরি খাবার তৈরিতে উদ্বুদ্ধ করা হবে বলে জানান। তিনি সি-উইড বিপণন, আহরণে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন।

বেলুন উড়িয়ে কুয়াকাটার সি-উইড মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ কুয়াকাটার পর্যটন হলিডে হোমস কমপ্লেক্স প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত সচিব মো. তৌফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক প্রমুখ বক্তব্য দেন। এ সময় কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন প্রমুখ নেতা মঞ্চে উপবিষ্ট ছিলেন।

বক্তব্য শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সি-উইড দিয়ে তৈরি খাবারের স্বাদ গ্রহণ করেন।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ বলেন, ‘সি-উইড সুনীল অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। তাই উপকূলীয় এলাকায় সি-উইড চাষে আমরা অনেককে উৎসাহিত করছি। অনেকে সি-উইড চাষে সফলতাও পেয়েছেন। যাঁরা সি-উইড চাষে এগিয়ে আসবেন, তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।’