অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, দেবহাটা সীমান্তে আটক ৫

আটক
প্রতীকী ছবি

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে উপজেলার পুষ্পকাটি গ্রামের সরদার বাড়ি মোড় থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আনারুল ইসলাম (৩৯), খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রামের টুটুল মোল্লা (৩৩), তাঁর স্ত্রী মারুফা বেগম (২৩), একই জেলার তেরখাদা থানার লস্কর গ্রামের রবিউল মোল্লা (২২) ও একই এলাকার রাবেয়া বেগম (২০)।

র‌্যাব-৬–এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন বলেন, আটক পাঁচজন বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য দেবহাটা থানাধীন পুষ্পকাটি গ্রামের সরদার বাড়ি মোড়ে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।