আট ঘণ্টা পর সাতক্ষীরায় অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

প্রতীকী ছবি

সাতক্ষীরা সদর উপজেলায় অপহরণের আট ঘণ্টা পর ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে সদর উপজেলার খানপুর গ্রাম থেকে রোববার সন্ধ্যা ছয়টার দিকে ওই মাদ্রাসাছাত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করা হয়। পরে এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।  

মামলায় উল্লেখ করা হয়, মাদ্রাসায় যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে উত্তর খানপুর গ্রামের আজমির হোসেন (২২) ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে আজমির হোসেনসহ একই এলাকার খলিল, আনারুল, মফিজুল, কবির—এই পাঁচজন দুটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে এসে পিস্তল ঠেকিয়ে ওই ছাত্রীকে জিম্মি করে ফেলেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার মা, চাচিসহ কয়েকজন এগিয়ে গেলে তাঁদের মারধর করে ওই ছাত্রীর গলায় ছুরি ও পিস্তল ঠেকিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান তাঁরা।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ছাত্রীর বাবা বাদী হয়ে আজমির হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। রোববার দিবাগত রাত দুইটার দিকে উত্তর খানপুর এলাকার আজমির হোসেনের বাড়ি থেকে অপহৃত ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।