ইতালি–আজেন্টিনা সমর্থকদের ঝগড়া থামাতে গিয়ে আহত ১

প্রতীকী ছবি

নগরে ইতালি-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আহত হয়েছেন এক ব্যক্তি। তার নাম মো. শাহেদ (৩৩)। গতকাল বুধবার রাতে নগরের খুলশী লালখান বাজার হাই লেভেল রোডের যুব সংঘ ক্লাবের সামনে ওই ঘটনা ঘটে।

আহত শাহেদ আজ বৃহস্পতিবার চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পান। তিনি সবজির ব্যবসা করেন।

শাহেদের স্ত্রী সোমা আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাতে পাড়ার ছেলেরা আর্জেন্টিনা-ইতালির সমর্থন নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ওই ঝগড়া থামাতে গিয়ে তাঁর স্বামী কপাল ও পিঠে আঘাত পান। সমর্থকদের হাতে লাঠিসোঁটা ছিল।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, আর্জেন্টিনা-ইতালি খেলার সমর্থন নিয়ে রাতে লালখান বাজার হাই লেভেল রোড এলাকায় স্থানীয় কিছু ছেলের মধ্যে ঝগড়া হয়। এতে একজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।