ইয়াবার মামলায় দুজনের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সারবং গ্রামের আলীর ডেইল এলাকার সৈয়দ হোসেন (৫০) ও একই এলাকার আলী আহাম্মদ (৫২)।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আসামি সৈয়দ হোসেনকে ছয় বছরের ও আলী আহাম্মদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে আদালত দুই আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। দুই আসামিই জামিনে গিয়ে পলাতক।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৪ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের একটি দল নগরের কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের নিচতলা থেকে ৫০০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় করা মামলায় একই বছরের ২৬ জুন দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।