উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে মোহাম্মদ হাশিম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উখিয়ার লম্বাশিয়ার–২ নম্বর (ইস্ট) ক্যাম্পের বি-ব্লকের খোলা মাঠে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ হাশিম উখিয়ার কুতুপালং-১৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।

গাজী সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় লম্বাশিয়া-২ নম্বর (ইস্ট) ক্যাম্পের বি-ব্লকের খোলা মাঠে পড়ে ছিল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন পুলিশ সদস্যরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর থানায় নিয়ে যায়। রাতে পরিবারের লোকজন থানায় উপস্থিত হয়ে লাশটি শনাক্ত করেন।

নিহত ব্যক্তির বাঁ পা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে গাজী সালাহ উদ্দিন আরও বলেন, লাশটি আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।