উজিরপুরে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাসের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউএনও মঙ্গলবার রাতে উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ইউএনও প্রনতি বিশ্বাস বলেন, ‘আমার মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র মঙ্গলবার দিনব্যাপী উজিরপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী ও স্থানীয় অনেকের কাছে চাঁদা দাবি করেছে। বিষয়টি জানার পর আমি তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের কাছে ফোন করে তাঁদের সতর্ক করে দিয়েছি। পরে রাতে থানায় এ বিষয়ে জিডি করেছি।’
জিডির বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শেদ বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্র শনাক্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।